• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ফাঁস হলো চীনে করোনাভাইরাসে মৃতের প্রকৃত সংখ্যা !

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

গণ চীনে ক্রমশ মহামারি রূপ ধারণ করছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। চীন সরকারের দেয়া তথ্য মতে ভয়ঙ্কর এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরইমধ্যে ৫৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ২৮ হাজারে। তবে প্রতিষেধকহীন এই ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের প্রকৃত সংখ্যা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। অনেকেরই দাবি প্রকৃত সংখ্যা সরকারের প্রকাশিত সংখ্যার চেয়ে বেশ কয়েকগুণ। এদিকে চলমান এই বিতর্কের মধ্যেই আগুনে ঘিঁ ঢেলে দিয়েছে চীনের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি টেনসেন্ট।

 

শনিবার প্রতিষ্ঠানটি এপিডেমিক সিচুয়েশন ট্যাকারে একটি তথ্য প্রকাশ করে যেখানে দেখা যায় যে চীনের প্রকাশিত তথ্যের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি হয়তো ভুলবশত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন তার প্রকৃত সংখ্যা প্রকাশ করে দিয়েছে।

 

প্রকাশিত লেখাটিতে প্রথমে বলা হয়েছিল এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ হাজার ৫৮৯ মানুষের প্রাণ গেছে। আর এতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩ জন। এসব সংখ্যা চীনের প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। তবে প্রকাশের অল্প কিছু সময়ের মধ্যেই লেখাটি পরিবর্তন করা হয়। পরিবর্তনের পরে দেখা যায় চীনা সরকারের দেয়া সংখ্যা আর তাদের সংখ্যাই কোনো পার্থক্য নেই। তাইওয়ান নিউজের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

 

এরআগে এমন খবরও রটেছিল যে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮০৮। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে এর বেশিরভাগেরই বাস ছিল উহান ও এর আশপাশে। তবে রাজধানী বেইজিংসহ অন্যান্য অঞ্চলেও মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পর সে সংখ্যা রেকর্ডে না নিয়েই মরদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে বলেও খবর রটেছিল।

 

এছাড়া উহানের হাসপাতালের স্টাফদের করা কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে, যেখানে দেখা গেছে হাসপাতালে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য মরদেহ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল