• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দিনাজপুরে নাশকতা মামলায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা কারাগারে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মে ২০২৪  

দিনাজপুরে ২০২৩ সালের নাশকতা মামলায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ সদর এর বিচারক মো. আরিফুল ইসলাম এই নির্দেশ প্রদান করেন। অভিযুক্তরা হলেন, নুর আলম হক খোকন দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক রুহান হোসেন। জেলা সদর কোর্টের ইন্সপেক্টর একেএম লিয়াকত আলী দুইজনকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ নভেম্বর নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ৮৪৮ নম্বর মামলার এজাহারভুক্ত ৩নং আসামি জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য যুবনেতা নুর আলম হক খোকন এবং ১০নং এজাহারভুক্ত আসামি জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক রুহান হোসেন আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল