• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া “উইনটেক্স-২০২১’ গত ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ ৩ মার্চ সমাপ্ত হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি উক্ত মহড়ার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ অপারেশনে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি হতে উড্ডয়নকারী যুদ্ধ বিমান ও হেলিকপ্টারসহ বিমান বাহিনীর চৌকস কমান্ডােগণ অংশগ্রহণ করেন। শত্রুপক্ষের আকাশসীমায় বিধ্বস্ত বিমান হতে প্যারাসুটের মাধ্যমে অবতরণকারী বৈমানিককে উদ্ধার করে নিজ এলাকায় ফিরিয়ে আনার কৌশল সংক্রান্ত অনুশীলন করাই উক্ত অপারেশনের মূল উদ্দেশ্য ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটি অধিনায়ক এয়ার কমোডোর কাজী মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন বিএম রিয়াজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, স্থানীয় কাউন্সিলর মো. ফারুক হোসেন, বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ মহড়াটিকে আরও ফলপ্রসু করার জন্য অন্যান্য বাহিনীর সাথে প্রয়ােজনীয় সমন্বয় কল্পে স্বল্প পরিসরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) অংশগ্রহণ করে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল