• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চুয়াডাঙ্গায় পথচারীদের বিনামূল্যে রুহ আফজা পান করাচ্ছে হামদর্দ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতি তীব্র দাবদাহ চলছে। দাবদাহে মানুষের দৈনন্দিন জীবনযাপন ওষ্ঠাগত হয়ে উঠেছে। তীব্র থেকে অতি তীব্র দাবদাহর খরতাপে দেহকে বাঁচাতে মানুষের কাছে পানির চাহিদা বেড়ে গেছে। তীব্র তাপদাহে পথচারীদের তৃষ্ণা মেটাতে চুয়াডাঙ্গায় গত ৭ দিন থেকে চুয়াডাঙ্গা জেলা শহরে সড়কে চলাচলকারি দরিদ্র, রিকশা-ভ্যান, অটো চালক ও পথচারীদের বিনামূল্যে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ চুয়াডাঙ্গা শাখা তাদের নিজস্ব ব্রান্ড রুহ আফজার ঠান্ডা শরবত পান করিয়েছেন। এভাবেই বিনামূল্যে শরবত রুহ আফজা পান করে হামদর্দের জন্য দোয়া করছেন চুয়াডাঙ্গা সাধারণ পথচারীরা। তীব্র তাপদাহে ভয়াবহ অবস্থা যখন দেশজুড়ে তখন চুয়াডাঙ্গার পিপাসার্ত পথচারীদের বিনামূল্যে শরবত রুহ আফজা পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ। তীব্র গরমে রাজপথে যেখানে পানি পাওয়াই স্বপ্নের মতো ব্যাপার, সেখানে ঠান্ড সুস্বাদু শরবত রুহ আফজা পান করতে পেরে দারুণ উচ্ছ্বসিত সাধারণ মানুষ। হামদর্দের এরিয়া ম্যানেজার (চুয়াডাঙ্গা-মেহেরপুর) মো. মনিরুজ্জামান বলেন, চলতি মৌসুমে সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কাপমাত্রা বেশি। ৪২ ডিগ্রির উপরে। এরইমধ্যে চুয়াডাঙ্গায় দু’দিনে গরম ও ডায়রিয়ায় ৩ জন মারা গেছেন। যা দেশের সকল মিডিয়ায় সংবাদ এসেছে। হিট স্ট্রোকের এই ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া দেশজুড়ে বিনামূল্যে শরবত রুহ আফজা বিতরণের নির্দেশ দিয়েছেন আমাদের। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ ধরে আমরা চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বেশ কটি স্পটে মানুষকে রুহ আফজা পান করাতে পেরে পরিতৃপ্ত আমরা। তিনি আরো জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিয়মিত শরবত রুহ আফজা পান করলে শরীরের পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি দ্রুত পূরণ হয়। তাছাড়া শরবত রুহ আফজা পান করার মাধ্যমে হিট স্ট্রোক থেকেও রক্ষা পাওয়া যায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশিমক ৩ ডিগ্রি সেলিসয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৪৪ শতাংশ। দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশিমক ০ (শূন্য) ডিগ্রি সেলিসয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিলো ১৬ শতাংশ। সূর্যের এ চোখ রাঙানি আরো বেড়ে যায় বেলা ৩টায়। এ সময় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ১৪ শতাংশ। সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ২৯ শতাংশ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল