• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার একটি পৌরসভা এবং ১৪টি ইউনিয়নের সহস্রাধিক আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীদের নজিরবিহীন উপস্থিতিতে উৎসবের শহরে পরিণত হয় ঘাটাইল।

মঙ্গলবার পৌর ও উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, আয়োজিত সাবেক এমপি আমানুর রহমান খান রানার বাসভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘাটাইল কলেজ মোড় বিজয় ৭১ চত্বরে এসে সমবেত হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আতাউর রহমান খান।

এতে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, ঘাটাইল ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাখ হোসেন খান শামীম, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহান, দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, দিগর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন তালুকদার তারু, সন্ধ্যানপুর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভুইয়া মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, তাতী লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ কফিলুর রহমান ভুটান প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল