• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কেনিয়ায় বিমানবন্দর থেকে মাস্ক গায়েব!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসে আতঙ্কিত গোটা বিশ্ববাসী। চলমান এই অবস্থায় বিশ্বের অনেক দেশেই ঘটছে অনাকাঙ্খিত সব ঘটনা। সম্প্রতি আফ্রিকার দেশ কেনিয়াতেও এ ধরনের ঘটনা ঘটেছে।

দেশটির রাজধানী নাইরোবির আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৬০ লাখ ফেস মাস্ক নিখোঁজ হয়ে গেছে।

 

জার্মান সেনাবাহিনী করোনাভাইরাস প্রতিরোধে এই মাস্কগুলো তৈরির অর্ডার দিয়েছিল বলে তুর্কি বার্তাসংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে। তবে সেখান থেকে এগুলো হারিয়ে যায়।

 

এ বিষয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিল, সেনাদের জন্য ৬০ লাখ মাস্ক জোগাড় করতে। তাদের চাহিদা অনুযায়ী একটি বিদেশি প্রতিষ্ঠানকে মাস্ক তৈরির দায়িত্ব দেয়া হয়।

 

চুক্তি ছিলো মাস্কগুলো হাতে পৌঁছালেই মূল্য পরিশোধ করা হবে। কিন্তু তার আগেই বিমানবন্দর থেকে মাস্কগুলো হারিয়ে যায়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল