• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা মোখলেস হত্যা, অভিযুক্ত মিজান আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪  

কিশোরগঞ্জে নরসুন্দা নদী থেকে ছাত্রলীগ নেতা মোখলেস উদ্দিন ভূইয়ার লাশ উদ্ধারের চাঞ্চল্যকর অপহরণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত মিজান মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও জেলা ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত অভিযুক্ত মিজান মিয়াকে মঙ্গলবার আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট মো. আশিকুর রহমানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন৷ পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে, মঙ্গলবার বিকেলে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন ওয়াচটাওয়ার এলাকায় নরসুন্দা নদী থেকে হত্যাকাণ্ডের পর নদীতে ফেলে দেওয়া মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোখলেস উদ্দিন ভূইয়ার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের আগে ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত লুঙ্গি, ভাড়া বাসার চাবি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার সকাল থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা জাল ফেলে নরসুন্দা নদীতে ওয়াচটাওয়ার সংলগ্ন ব্রিজের নিচে নিখোঁজ মোখলেস উদ্দিন ভূইয়ার লাশ খুঁজতে অভিযান পরিচালনা করে। জানা যায়, নিহত মোখলেস উদ্দিন ভূইয়া মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের ফুলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি কেওয়ারজোড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও কিশোরগঞ্জ কোর্টের পেশকার ও আইনজীবীদের সহযোগী হিসেবে কাজ করতেন। নিহত মোখলেস কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে সম্প্রতি বাংলা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। থাকতেন জেলা শহরের হারুয়া বৌবাজার এলাকার ভাড়া বাসায়। আরো জানা যায়, নিহত মোখলেস উদ্দিন গত ২৯ মার্চ জেলা শহরের পাগলা মসজিদে তারাবির নামাজ পড়ে ফেরার পথে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ৩১ মার্চ কিশোরগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বড় ভাই মিজানুর রহমান। পরে ১৬ এপ্রিল এ ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন তিনি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে এ ঘটনায় অভিযুক্ত মিজান মিয়াকে আটক করা হয়। আটকের পর ঐ ছাত্রলীগ নেতাকে গলাকেটে হত্যার পর নরসুন্দা নদীতে ফেলে দেওয়ার প্রাথমিক তথ্য দেন মিজান। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মিজানের স্বীকারোক্তি অনুযায়ী আমরা সোমবার থেকে নরসুন্দা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করি। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নরসুন্দা নদী থেকে ভাসমান অবস্থায় নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটক মিজান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল