• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে শামছুল হকের ১০২তম জন্মবার্ষিকী পালন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামছুল হকের ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার কালিহাতি উপজেলায় কদিম হামজানি এতিমখানা প্রাঙ্গণে স্মরণসভা করা হয়। পরে মরহুমের কবর জেয়ারত, দোয়া মাহফিলের মধ্যদিয়ে তার জন্মবার্ষিকী পালন করা হয়।

এ সময় শামছুল হক ফাউন্ডেনের সভাপতি ড. সাইফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আব্দুল কালাম মোস্তফা লাবুসহ শামছুল হকের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক ১৯১৮ সালের এই দিনে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় এক নিভৃত গ্রাম মাইঠানে তার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি একই উপজেলার টেউরিয়া গ্রামে। ১৯৬৪ সালে শামছুল হক হঠাৎ করেই নিখোঁজ হন এবং ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর (শনিবার) মৃত্যুবরণ করেন। শামসুল হক গবেষণা পরিষদ অনেক খুঁজে মৃত্যুর ৪২ বছর পর ২০০৭ সালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কদিম হামজানিতে মরহুমের কবর আবিস্কার করে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল