• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কাপ্তাইয়ে দরিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

জেলার কাপ্তাইয়ে দরিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা মৎস্য অধিদপ্তর চত্বরে দরিদ্র জেলেদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন উপস্থিত থেকে জেলেদের মাঝে এই ছাগল বিতরণ করেন। এ সময় কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপ কেন্দ্র প্রধান জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর কাপ্তাই এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার নিবন্ধিত ১৮ দরিদ্র জেলে পরিবারের মাঝে প্রত্যেককে ৪টি করে সর্বমোট ৭২ টি ছাগল বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল