• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ফরিদপুরে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪  

ফরিদপুরে কামাল ফকির (২৯) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর এলাকার ওহাব মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর (৪০) ও ঝালকাঠির রামচন্দ্রপুর এলাকার আলম হাওলাদারের ছেলে সাঈম হাওলাদার (২৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর কামাল ফকিরকে অপহরণ করে অজ্ঞাত ব্যক্তিরা ফোনের পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় কামালের বাবা চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা মোশাররফ ফকির চরভদ্রাসন থানার সাধারণ ডায়েরি করেন। মুক্তিপণের টাকা না দেওয়ায় কামাল ফকিরকে গাজীপুর নিয়ে হত্যা করেন অপহরণকারীরা। এ মামলার তদন্তকারী কর্মকর্তা চরভদ্রাসন থানার এসআই অপূর্ব কুমার বাইন ২০২২ সালের ২২ মে আদালতে ঐ দুই আসামির নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) ছানোয়ার হোসেন বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ও অপরাধ প্রবণতা কমে আসবে। এ রায়ে আমরা সন্তুষ্ট। আসামিরা ও ভিকটিম সমকর্মী ছিলেন। তারা গাজীপুরের একটি রিকশার গ্যারেজে রিকশা মেরামতের কাজ করতেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল