• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

টাইগারদের ক্রিকেট বিশ্বকাপ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মে ২০১৯  

 বাংলাদেশ এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপে খেলেছে। এবারের বিশ্বকাপ হবে আমাদের ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপ। এরমধ্যে গত আসরে আমাদের সেরা সাফল্য এসেছিল কোয়ার্টার ফাইনাল খেলা।

 

বিশ্বকাপে আমাদের সবচেয়ে বেশি রানের মালিক সাকিব। সাকিবের রান ২১ ইনিংসে ৫৪০ (সর্বোচ্চ ৬৩), মুশফিকের রান ২০ ইনিংসে ৫১০ (সর্বোচ্চ ৮৯), তামিমের সংগ্রহ ২১ ইনিংসে ৪৮৩ (সর্বোচ্চ ৯৫), মাহমুদউল্লাহ 'র সংগ্রহ ৯ ইনিংসে ৩৯৭ (সর্বোচ্চ ১২৮*), আশরাফুল করেছেন ১৬ ইনিংসে ২৯৯ (সর্বোচ্চ ৮৭)। 

 

বিশ্বকাপে আমাদের সর্বোচ্চ উইকেটের মালিকও সাকিব। ২১ ইনিংসে সাকিবের ঝুলিতে আছে ২৩ উইকেট (সেরা বোলিং ৪/৫৫)। 

 

সাকিবের পরই আছেন আব্দুর রাজ্জাক। ১৫ ইনিংসে তার উইকেট ২০টি। (সেরা বোলিং ৩/২০)

১৬ ইনিংসে ১৮ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে আছেন বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। (সেরা বোলিং ৪/৩৮) তালিকার চার নম্বর আছেন ১২ ইনিংসে ১৩ উইকেট নেয়া রুবেল হোসাইন ও পাঁচে আছেন ৯ ইনিংসে ১২ উইকেট নেয়া মিডিয়াম পেসার খালেদ মাহমুদ সুজন! 

 

বিশ্বকাপে একমাত্র মাহমুদউল্লাহ'র ব্যাট থেকেই এসেছে দুই সেঞ্চুরি। তিনি ছাড়া আর কেউ পাননি শতকের দেখা। ১২৮ রানের অপরাজিত ইনিংস নিয়ে বিশ্বকাপে আমাদের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিকও রিয়াদ ভাই।

 

বিশ্বকাপে আমাদের সেরা বোলিং ফিগার পেসার শফিউলের। ( আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট)।

শফিউল ছাড়ার বিশ্বকাপে এক ইনিংসে ৪ উইকেটের কীর্তি রয়েছে সাকিব, মাশরাফি ও রুবেল হোসাইনের!

 

ইনশাআল্লাহ, এবারও নিজেদের সেরা নৈপুণ্য দেখিয়ে আমাদের ইতিহাসের সেরা সাফল্য নিয়ে আসবে ক্রিকেটাররা! পাশাপাশি নিজেদের নামের পাশেও যুক্ত হবে আরও নতুন সব রেকর্ডের মাইলফলক! বিশ্বকাপে টাইগারদের জন্য শুভকামনা

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল