• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার এক ম্যাচে ৪ সেঞ্চুরি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

চলতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলংকার ম্যাচ যেন রেকর্ডের পসরা সাজিয়ে বসেছিল। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন শ্রীলংকার দুই ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৩৪৪ রান করে।
কম যায়নি পাকিস্তানও। ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় বাবর আজমের দল। জোড়া সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। দুই দলের চারজনের সেঞ্চুরিতেই রেকর্ড বইয়ে নাম লেখালো পাকিস্তান-শ্রীলংকা।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের আর কোনো ম্যাচে ৪ সেঞ্চুরি দেখেনি কেউ। এর আগে, ওয়ানডে ক্রিকেটে কেবল দুইবার এক ম্যাচে চার সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব।

এছাড়া পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস খেলেন রিজওয়ান। বিশ্বকাপে এটিই পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ ৩৪৮ রান তাড়া করে জয়ের রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল