• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পরিসংখ্যানে ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩।
দুই দলের মুখোমুখি লড়াই এবং সাম্প্রতিক ফলাফল বিশ্লেষণে এ ম্যাচে কিউইদের বিপক্ষে এগিয়ে থাকবে  ইংল্যান্ড। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুই দলের ৯৫ বারের মোকাবেলায় ইংল্যান্ড জিতেছ ৪৫টি ম্যাচে, নিউজিল্যান্ড জিতেছে ৪৪টি।

মুখোমুখি সর্বশেষ ১০ ম্যাচের ৮টি ম্যাচ জিতেছে ইংলিশরা। গেল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে চার ম্যাচের সিরিজ জিতে নেয় ইংল্যান্ড।

সব মিলিয়ে ৯৫ ওয়ানডেতে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড
ইংল্যান্ডের জয়: ৪৫টিতে
নিউজিল্যান্ডের জয়: ৪৪টিতে
টাই: ২টি
পরিত্যক্ত: ৪টি।

সর্বশেষ দশ লড়াই:
২৮-০২-২০১৮: মাউন্ট মঙ্গানুই - ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
০৩-০৩-২০১৮: ওয়েলিংটন - ইংল্যান্ড ৪ রানে জয়ী
০৬-০৩-২০১৮: ডুনেডিন - নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
১০-০৩-২০১৮: ক্রাইস্টচার্চ - ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
০৩-০৭-২০১৯: চেস্টার-লি-স্ট্রিট - ইংল্যান্ড ১১৯ রানে জয়ী (বিশ্বকাপ লিগ পর্ব)
১৪-০৭-২০১৯: লর্ডস, ৫০ ওভার এবং সুপার ওভারে রান সমান হওয়ায় বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে জয় পায় ইংল্যান্ড (বিশ্বকাপ ফাইনাল)
০৮-০৯-২০২৩: সোফিয়া গার্ডেনস, কার্ডিফ - নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
১০-০৯-২০২৩:  রোজ বোল, সাউদাম্পটন - ইংল্যান্ড ৭৯ রানে জয়ী
১৩-০৯-২০২৩:  ওভাল, লন্ডন - ইংল্যান্ড ১৮১ রানে জয়ী
১৫-০৯-২০২৩: লর্ডস - ইংল্যান্ড ১০০ রানে জয়ী

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল