• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নিশ্চয়ই প্রধানমন্ত্রীর দোয়া আমাদের সঙ্গে থাকবে: সাকিব

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেট প্রেমের কথা সবাই জানে। বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত খোঁজ খবরও রাখেন শত ব্যস্ততার মাঝেও। মাস দুয়েক আগে তামিম ইকবালের অবসরের পরেও দেখা গিয়েছিল তাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর ক্রিকেটের প্রতি এই ভালোবাসার কথা জানেন ক্রিকেটাররাও। তাই তার ৭৭তম জন্মদিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ছিল ক্ষুদ্র এক আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘শুধু আমাকে না, আমাদের পুরো দলকেই উনি অনেক অনুপ্রাণিত করে। কারণ সবসময় উনি ক্রিকেট নিয়ে যে যোগাযোগটা রাখে, যেভাবে খোঁজখবর নেয়। দেশের প্রধানমন্ত্রী যখন একটা জিনিসের ব্যাপারে আপনার আগ্রহ দেখাবে, স্বাভাবিকভাবেই এই জায়গাতে সবারই আগ্রহটা অনেক বেড়ে যায়। শুধু ভালো সময়ে না, খারাপ সময়েও অনেক বেশি খোঁজখবর রাখে। যেটা হয়তো বাইরের মানুষরা জানতে পারে না। কিন্তু আমরা এটা খুব ভালোভাবেই জানি।’

‘আমার কাছে যেটা ফিল হয়, অনেক ক্ষেত্রে উনি মাননীয় প্রধানমন্ত্রী; এটা উনার দায়িত্ব, উনার করতে হবে। কিন্তু উনি উনার দায়িত্বের বাইরে গিয়েও অনেক কাজ করে। যেটা আর কী একজন মায়ের ফিল আপনাকে দেবে। ’

বিশ্বকাপ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ। সামনের এই বড় মিশনে প্রধানমন্ত্রীর দোয়াও পাশে থাকবে, এমনই আশা টাইগার অধিনায়কের, ‘পুরো বাংলাদেশের মানুষই দোয়া করবে। আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের জন্য দোয়া করবে। আশা করবো এই বিশ্বকাপেও আমরা ভালো কিছু করবো। এবং তার সমর্থনটা সবসময় আমাদের ভেতরে থাকবে।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল