• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশ-শ্রীলঙ্কার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপ মিশনে অংশ নিতে ভারতে পৌঁছেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতেও প্রস্তুত সাকিব বাহিনী।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচ হওয়ায় প্রচলিত নিয়ম-কানুনে কিছুটা ছাড় থাকবে। দলে থাকা ১৫ জনের যেকোনো ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোনো ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পর উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। মুশফিক-মাহমুদউল্লাহদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর একই সময়ে।

দুটি ম্যাচই টেলিভিশনে সম্প্রচার করা হবে। সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি। ভারতের স্টার স্পোর্টস-২ ও স্টার স্পোর্টস-২ এইচডি’তেও দেখা যাবে ম্যাচটি। এছাড়া বিভিন্ন অ্যাপে সাবস্ক্রাইব করেও টাইগারদের প্রস্তুতি ম্যাচ উপভোগের সুযোগ রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল