• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ফিরলেন আসিফ শেখ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

এশিয়া কাপে টসে হেরে  ব্যাটিং নেমে শুরুটা ভালো করলেও মাঝে ভারতীয় বোলাদের কাছে উইকেট বিলিয়ে দিয়েছেন নেপালি ব্যাটটাররা। এমন সময় দলের হাল ধরে ক্যারিয়ারে দশম অর্ধশতক তুলেন নেন আসিফ শেখ। তবে তিনি বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ৯৭ বলে ৫৮ রানের দৃঢ় ইনিংস খেলে সিরাজের বলে বিরাটের হাতে ক্যাচ তুলে আউট হয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ৩৩ ওভারে ছয় উইকেট ১৪৮ রান। ব্যাট করছেন  দিপেন্দ্র সিং (৮* ) রান ও সোমপাল কামি (
১*) রান। 
 
শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নেপালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল ভুরটেল ও আসিফ শেখ।

শুরু থেকেই দেখে খেলতে থাকেন কুশল ও আসিফ। তবে একটু পরই আক্রমণ শুরু করেন তারা। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে অন্য কিছুরই যেন ইঙ্গিত দেন কুশল।

দারুণ ব্যাট করতে থাকা ভুরটেল পরাস্ত হন দশম ওভারে। শার্দুল ঠাকুরের নিরীহ এক ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে ঈশান কিষাণের তালুবন্দী হন তিনি। এর আগে মাত্র ২৫ বলে করেন ৩৮ রান।

এমন ম্যাচে ওপেনার ভুরটেলের আউট হওয়ার পর মাঠে নেমে ছিলেন ভিম শারকি। তিনিও বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি। রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন তিনি। ভিম করেন ১৭ বলে ৭ রান। নেপালের অধিনায়ক রোহিত পৌডেল ও কুশাল মাল্লা ভারতীয় বোলাদের বিপক্ষে থিতু হতে পারেননি। জাদেজার বলে আউট হয়ে দুইজনে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল