• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভারতের ভিসা সেন্টারে ক্রিকেটাররা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩  

ভারতের ভিসা সেন্টারে বাংলাদেশি ক্রিকেটাররা। সোমবার (২১ আগস্ট) দুপুরে ভিসার জন্য আঙুলের ছাপ দিতে সেখানে যান মুশফিক, তাসকিন, শেখ মাহেদিরা। যেখানে ছিলেন এশিয়া কাপের দলে ডাক না পাওয়া বেশ কয়েকজন ক্রিকেটারও।
তখনও দুপুর গড়িয়ে বিকেল হয়নি। যমুনা ফিউচার পার্কে দেখা গেলো তাসকিন, মাহেদি, মুশফিকুর রহিমদের। সবাই গিয়েছিলেন ভারতীয় ভিসা সেন্টারে। যাওয়া-আসার সময় ভক্তদের সেলফির আবদারও মেটাতে হয়েছে ক্রিকেটারদের।

বিশ্বকাপ দল এখনো চূড়ান্ত হয়নি। তাই ব্যাকআপ ক্রিকেটারসহ সবার নামে ভিসার আবেদন করা হয়েছে। যেখানে ছিলেন সৌম্য সরকারও। সোমবার ক্রিকেটাররা দিয়ে এসেছেন আঙুলের ছাপ।

এশিয়া কাপের দলে না থাকলেও বিসিবির বিশ্বকাপ পরিকল্পনায় সৌম্য রয়েছেন বলে তারও ভিসার আবেদন করেছে বিসিবি। তবে আগে থেকেই ভিসা থাকায় সতীর্থদের সঙ্গে যাননি তামিম ইকবাল ও তাইজুল ইসলাম।

যাকে ঘিরে এতো আয়োজন, সেই বিশ্বকাপ নিয়েও কম জটিলতা হচ্ছে না। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আরেক দফা সূচি পরিবর্তনের সুপারিশ উড়িয়ে দিয়েছেন ভেন্যুর দায়িত্বে থাকা ভারতীয় বোর্ড সহ-সভাপতি রাজিব শুক্লা। বরং বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনা করে সঙ্কট কাটানোর চেষ্টায় বিসিসিআই।

রাজিব শুক্লা বলেন, বিশ্বকাপে আমি হায়দরাবাদ ভেন্যুর দায়িত্বে আছি। যদি কোন সমস্যা থেকে থাকে সেটা সমাধানের চেষ্টা করবো। বিশ্বকাপের সূচি পরিবর্তন কোনো সহজ কাজ নয় আর এটার সম্ভাবনাও দেখছি না।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল