• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বল এখন সাকিবের কোর্টে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩  

এশিয়া কাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। তবে এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। এমনকি এশিয়া কাপে টাইগারদের কে নেতৃত্ব দেবেন, সেটিও চূড়ান্ত নয়। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে,আগামী ১২ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে এশিয়া কাপের দল। 
সম্প্রতি তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন। ফলে টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক কে হবেন সেটি নিয়েই বিসিবিতে যত আলোচনা। মঙ্গলবারের (৮ আগস্ট) জরুরি সভা শেষেও জানা যায়নি কে হতে যাচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

তবে বিসিবি জানিয়েছে, সাকিব, লিটন, মিরাজ থেকে যে কেউ একজন হবেন ওয়ানডে অধিনায়ক। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তিনজনের নাম বলেন।

তবে জরুরি সভায় ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচনের প্রশ্নে সাকিবকে নিরঙ্কুশ সমর্থন করেছে প্রায় সবাই। বিসিবির এ পরিচালক জানান, দু-এক দিনের মধ্যে সাকিবের সঙ্গে ফোনে কথা বলে অধিনায়ক ঘোষণা করা হবে।

সাকিব অধিনায়কের দায়িত্ব নেবেন কি না সেটি এখন পুরোপুরি তার ওপরই নির্ভর করছে। এমনকি অধিনায়ক নির্বাচনে সাকিবকে কোনো শর্তও দেবে না বোর্ড। বরং সাকিবের মতামত ও ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হবে। 

সাকিব যদি টেস্ট আর টি-২০ দলের অধিনায়ক থেকেই ওয়ানডে দলের অধিনায়কত্ব করার তৃতীয় দায়িত্বটি নেন, তা বরং সাদরেই গ্রহণ করবে বিসিবি। কাজেই বলা চলে বল এখন সাকিবের কোর্টে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল