• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভারতে গিয়ে যা চাইবে পাকিস্তান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩  

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে। সেটিও রাজনৈতিক কারণে। এবার ভারতে গিয়ে নিরাপত্তা চাইবেন বাবর আজমরা। তাই আইসিসির কাছে কয়েকটা আবদনের মধ্যে এটি একটি। এ মাসের তৃতীয় সপ্তাহে ভারতে একটি নিরাপত্তা প্রতিনিধিদল পাঠানোর প্রক্রিয়াও শুরু করছে পাকিস্তান।
বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে আহমেদাবাদসহ ভারতের ৫টি ভেন্যুতে খেলার কথা আছে পাকিস্তানের। বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলের ভারত সফর নিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন কমিটি বৃহস্পতিবার প্রথম বৈঠক করে।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, ‘ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেখানে পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে আপসের সুযোগ নেই। আইসিসি থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তবেই পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল