• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

যে আর্জেন্টাইনের দিকে চোখ দিয়েছে সৌদি লিগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ জুলাই ২০২৩  

দারুণ সব লোভনীয় প্রস্তাব দিয়ে ইউরোপীয় ফুটবল থেকে তারকা ফুটবলাদের দলে যুক্ত করেছে সৌদি আরবের লিগ।  

শুরুটা কররেছিল বতর্মান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভিড়িয়ে। এরপর দ্বিতীয় মৌসুমে লিগটিতে আসলেন করিম বেনজেমা, এনগালো কান্তে, রিয়াদ মাহরেজ, রবার্তো ফিরমিনো, কুলিবালি ও হ্যান্ডারসনদের মতো তারকারা। 

এবার লিগটির চোখ পড়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন খেলোয়াড়ের ওপর। তিনি আর কেউ নন ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। সৌদির দেশটির এক ক্লাব ১০ গুণেরও বেশি আয়ের প্রস্তাব দিয়েছে লাউতারোকে।

এই তথ্য জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসির সাংবাদিক সিজার লুইস মার্লো। তার ভাষ্যমতে, সৌদি প্রো লিগের একটি ক্লাব আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্ষিক ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। চার বছরের জন্য চুক্তি করতে চায় তারা। 

সেক্ষেত্রে এ চুক্তিতে ২৪০ মিলিয়ন ইউরোরও বেশি আয় করতে পারবেন এই ইন্টার মিলান তারকা। তবে লুইস মার্লো ওই ক্লাবটির নাম উল্লেখ করেননি।

জাতীয় দলের হয়ে খুব একটা ভালো সময় কাটাতে না পারলেও ইন্টার মিলানে গত মৌসুমটা দারুণ কেটেছে লাউতারোর। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে গত মৌসুমে ৫৭ ম্যাচে করেছেন ২৮টি গোল। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১টি গোল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল তার দল ইন্টার।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল