• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩  

ভারত নারী দলের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ শেষ। এবার ওয়ানডের পালা। তিন ম্যাচ ‍সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। 

দুই দলের অতীত পরিসংখ্যান অনুযায়ী সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে সব কয়টি জিতেছে ভারত। তবে নিজের মাঠে খেলা হওয়ায় নিজেদের এগিয়ে রাখছে বাংলাদেশ দল। শনিবার দুপুর দেড়টায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। 

গতকাল সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাসান তিলেকারত্নে বলেন, ‘যে কোনো কিছুই সম্ভব। কেন নয়? শেষ (টি-টোয়েন্টি) ম্যাচে আমাদের মেয়েরা কেমন খেলেছে, সবাই দেখেছে। হ্যাঁ আমরা সিরিজটি জিততে পারতাম। দুর্ভাগ্যবশত দ্বিতীয় ম্যাচটি শেষ করতে পারিনি। তবে তারা যেভাবে খেলছে, আমি শতভাগ নিশ্চিত যে, আমরা ইতিবাচক ফল নিয়ে আসতে পারব। ’

তবে প্রতিপক্ষ দল নিয়ে খুব একটা ভাবতে রাজি নন হারমানপ্রিত। নিজেদের শক্তির জায়গা নিয়েই উন্নতির কথা ভারছেন ভারতীয় এই অধিনায়ক, ‘তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল এবং আমরা কখনও কোনো সংস্করণেই তাদেরকে সহজভাবে নেইনি। আগামীকালকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা তাই নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি এবং কোন কোন জায়গায় উন্নতি প্রয়োজন তা দেখছি। এসব বিষয়েই মনোযোগ দিতে চাই।' 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল