• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

অতিরিক্ত সময়ে গোল হজম, বাংলাদেশের ড্র

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩  

প্রায় দশমাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা। মাঝে ঘটেছে নানা ঘটনা। সবকিছু মিলিয়ে ছন্নছাড়া ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের পারফরম্যান্স। তবুও জয়ের পথে ছিল সাবিনারা। কিন্তু শেষ সময়ে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজরা।
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক দুই ম্যাচ সিরিজের প্রীতি ম্যাচের প্রথমটিতে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ।

নেপাল আজ বাংলাদেশের বিপক্ষে নামে তাদের সেরা শক্তি সাবিত্রা ভান্ডারীকে নিয়ে। যদিও প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণে তেমন কাঁপন ধরাতে পারেননি তিনি। নেপাল গত সাফের পর কিছু আন্তর্জাতিক ম্যাচ খেললেও খেলায় তেমন ধার ছিল না৷ 

অন্যদিকে দশ মাস আগের সাফ চ্যাম্পিয়ন স্কোয়াড থেকে বাংলাদেশ দলে পরিবর্তন হয়েছে অনেক। এছাড়া দীর্ঘদিন পর খেলতে নামায় বাংলাদেশ দলের ধারাবাহিক ছন্দেও ঘটেছে ব্যঘাত। যার ফল দেখা গেছে মাঠের পারফরম্যান্সে।

প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি কোনো দলই। অধিনায়ক সাবিনা খাতুন বক্সের মধ্যে একটি বল বাড়িয়েছিলেন সতীর্থদের উদ্দেশ্যে। তবে সেটা কেউ না পাওয়ায় আক্রমণ আর হয়ে ওঠেনি।

তবে দ্বিতীয়ার্ধে নিজ নৈপুণ্যে ঠিকই দলকে লিড এনে দিয়েছেন সাবিনা। নেপালের দুই ফুটবলারের চাপের মাঝে থেকেও গোলকিপারকে বোকা বানিয়ে ৬৫ মিনিটে বল জালে জড়ান তিনি।

এরপর নেপাল ম্যাচে ফিরতে আপ্রাণ প্রচেষ্টা চালায়। সে ধারায় অতিরিক্ত সময়ে এসে গোলের দেখা পায় তারা। ৯১ মিনিটে জটলার মধ্য থেকে আচমকা শটে বল বাংলাদেশের জালে জড়ান নেপালের সাবিত্রা।

শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে ব্যর্থ হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ও নেপাল। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল