• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বৃষ্টি আইনে হারল বাংলাদেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জুলাই ২০২৩  

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে ডার্ক ওয়ার্থ লুইস মেথডে (বৃষ্টি আইন) ১৭ রানে হেরেছে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২১.৪ ওভারে দুই উইকেটে ৮৩ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। এর আগে কার্টেল ওভারের ম্যাচে নির্ধারিত ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ।


বৃষ্টিতে খেলা শেষবার থামার সময় ডার্ক ওয়ার্থ লুইস মেথড অনুযায়ী আফগানদের প্রয়োজন ছিল ৬৬ রান। শেষ পর্যন্ত আর খেলা না গড়ানোয় ডি এল মেথডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রশিদ খানের দল।


এদিন আফগানদের হয়ে রান তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ব্যক্তিগত ২২ রানে সাকিবের বলে গুরবাজ ফিরলে ভাঙে দুজনের ৫৪ রানের উদ্বোধনী জুটি।


রহমত শাহকে ৮ রানের বেশি করতে দেননি তাসকিন আহমেদ। তবে আফগানরা দুই উইকেট হারানোর একটু পরই নামে বৃষ্টি। যার ফলে ম্যাচের বাকি অংশ আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত জয়ের সুখবর পায় আফগানিস্তান।


এর আগে দিনের শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজন দুই অঙ্কের ঘরে পৌঁছালেও তাওহীদ হৃদয় ছাড়া কেউই ফিফটির দেখা পাননি।


দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন হৃদয়। এছাড়া লিটন দাস ২৬, সাকিব ১৫, তামিম ১৩ ও শান্ত ১২ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। যে কারণে বাংলাদেশও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।


আফগানদের হয়ে ফজল হক ফারুকি তিনটি, রশিদ খান ও মুজিব উর রহমান দুটি করে এবং আহমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী একটি করে উইকেট শিকার করেন।


আগামী ৮ জুলাই একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাথে নামবে দুই দল।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল