• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৭০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী: টিআইবি সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জে সমাবেশ

ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি লিওনেল মেসির। তবে তার আগেই ক্লাবটির ডেরা ছেড়েছেন তিনি। এখন নতুন গন্তব্য নিয়ে বিশ্বের নামি-দামি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করছেন। এর মধ্যে সৌদি ক্লাব আল হিলাল ও সাবেক ক্লাব বার্সেলোনার নামটিই বেশি উচ্চারিত হচ্ছে।
তবে সব গুঞ্জনকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দিচ্ছেন মেসি। খবর বিবিসির।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইন্টার মিয়ামিতে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি। 

বেশ কিছু যৌক্তিক কারণ বিবেচনা করেই আমেরিকার ক্লাবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন মেসি। আমেরিকাতে নিজস্ব বাড়ি রয়েছে লিওর, পাশাপাশি সেখানকার লাইফস্টাইলও মানানসই মেসিদের সঙ্গে। মেসি অবশ্য ইউরোপে আরো একটি মৌসুম কাটাতে চেয়েছিলেন। কিন্তু ইউরোপের কোনো ক্লাব থেকে সন্তোষজনক প্রস্তাব না পাওয়ায় ইন্টার মিয়ামিতেই যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। 

এর আগে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের অনলাইনভিত্তিক সংস্করণ জানিয়েছিল, ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিতে রাজি মেসি। তারা সূত্র হিসেবে উল্লেখ করেছে আর্জেন্টাইন সাংবাদিক হেরনান কাস্তিল্লো ও বার্সেলোনার ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ জেরার্ড রোমেরোকে।

গত সপ্তাহে ক্রীড়া মাধ্যম স্পোর্ট এক প্রতিবেদনে জানায়, ডেভিড ব্যাকহামের মালিকানাধীন আমেরিকান ফ্র্যাঞ্জাইজি মেসিকে চার বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব দিয়েছে। যেখানে মেসি মৌসুম প্রতি পাবেন ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৫৭৬ কোটি ৩২ টাকা)।

মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে অনেক আগে থেকে ইন্টার মিয়ামির নাম শোনা যাচ্ছিল। সেই সঙ্গে বার্সায় ফেরা বা মধ্যপ্রাচ্যে যাওয়ার গুঞ্জনও চলছিল জোরেশোরে। 

এদিকে গত মঙ্গলবার মেসির সঙ্গে চুক্তি করতে লা লিগার সবুজ সংকেতও পেয়েছে বার্সা। মেসিকে ফেরাতে বার্সার অর্থনৈতিক যে সমস্যা ছিল সেটি থেকে মুক্তি পেয়েছে তারা। 

সম্প্রতি মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে বৈঠকও করেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। তবে এখনো সেই বৈঠক ফলপ্রসুর দিকে এগোয়নি। দুই পক্ষই সময় নিয়েছেন পরবর্তী সিদ্ধান্তের।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল