• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আইফোনে থাকবে ‘সি-টাইপ’ চার্জার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ বাজারে আসছে আগামী ১২ সেপ্টেম্বর। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স—এই সিরিজে থাকছে চারটি ফোন।
শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। অর্থাৎ অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ হবে আইফোন ১৫।

বর্তমানে ডিভাইসের চার্জে ‘ইএসবি-সি’ টাইপ চার্জারকে ইউনিভার্সাল করার নির্দেশনা দেওয়া হয়। সদ্য উন্মোচিত স্যামসাং জেড ফোল্ড-৫ ও জেড ফ্লিপ-৫ হ্যান্ডসেটে সি-টাইপ চার্জার সংযুক্ত করেছে।

অ্যাপল আইপ্যাডস ও অ্যামাজন’র কিনডেল ইরিডার্সে ইউএসবি চার্জার হিসেবে সি-টাইপ পোর্ট যুক্ত করে।

ইইউ সদস্য দেশের মন্ত্রীরা গত বছরের শেষদিকে সাধারণ চার্জার আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। যার অর্থ ২০২৪ সালের মধ্যে সারাবিশ্বের সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট ছাড়াও সব ধরনের গেজেটে ইউএসবি (টাইপ-সি) চার্জিং সমর্থিত করতে হবে। তা না হলে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে বলে বার্তাও দেওয়া হয়।

অ্যাপল ব্র্যান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসউইয়াক বলেন, অ্যাপল যথাযথ আইন মেনেই উদ্ভাবন প্রক্রিয়া অব্যাহত রাখবে। চার্জিং সিস্টেমে অবশ্যই সি-টাইপ নীতি মেনে চলা হবে।

অ্যাপল অনেক আগেই আইফোনের চার্জিং পোর্ট পরিবর্তনের ঘোষণা দিয়েছিল। আইফোন ১৪-লঞ্চ করার পরই তারা ঘোষণা করে আইফোন ১৫-তেই এই পরিবর্তন আনবে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানা যায় আইফোন ১৫-তে থাকছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল