• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চ্যাটজিপিটিকে টেক্কা দেবে মেটার ‘ফ্রি এআই টুল’

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ‘চ্যাটজিপিটি’ চ্যাটবটকে টেক্কা দিতে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের কোড লেখার জন্য এআই টুল আনার ঘোষণা দিয়েছে মেটা।
‘কোড এললামা’ নামে টুলটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে যেকোনো সফটওয়্যার বা প্রোগ্রামের কোড লিখে দেবে। টুলটি ফ্রি ব্যবহারের সুযোগ থাকায় যে কেউ সহজেই নিজের প্রয়োজনমতো সফটওয়্যার তৈরি করতে পারবে।

সম্প্রতি মেটা এক ব্লগে জানিয়েছে, কম্পিউটার প্রোগ্রামাররা এখন লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করছেন। আমাদের লক্ষ্য কম্পিউটার প্রোগ্রামারদের কাজকে সহজ করা। যেন তারা আরো দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন। কোড এললামা টুলটি ওপেন সোর্সভিত্তিক হওয়ায় সহজেই ব্যবহার করা যাবে। টুলটি উন্মুক্ত হলে সবাই উপকৃত হবেন।

মেটার তথ্যমতে, কোড এললামা টুলটির মাধ্যমে অ্যাপ বা সফটওয়্যার নির্মাতারা দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় কোড লিখতে পারবেন। কোডিং শেখার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও টুলটি ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। এর ফলে কর্মীদের উৎপাদনশীলতা বাড়বে।

বর্তমানে অনেক প্রোগ্রামারই স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার জন্য ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করেন। মেটার কোড এললামা টুলটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ পাইথন, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট সমর্থন করবে। এর ফলে ভবিষ্যতে টুলটি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল