• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রি-ইনস্টলড অ্যাপ আনইনস্টলের সুবিধা দেবে মাইক্রোসফট

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩  

উইন্ডোজের প্রতিটি ভার্সনেই বেশ কিছু প্রি-ইনস্টলড কিছু সফটওয়্যার থাকে। এর বেশিরভাগই ব্যবহারকারীদের কাছে অপ্রয়োজনীয়। এবার উইন্ডোজ ১১-এর ব্যবহারকারীদের এসব অ্যাপ সরানো বা আনইনস্টল করার সুবিধা দেওয়ার কথা ভাবছে মাইক্রোসফট।
ক্যানারি চ্যানেলে বর্তমানে কোম্পানিটি উইন্ডোজ ১১-এর নতুন একটি ভার্সনের পরীক্ষা চালাচ্ছে। এ ভার্সনটি ব্যবহারকারীদের ক্যামেরা থেকে শুরু করে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া করটানা, ফটোস, পিপল ও রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট আনইনস্টল করার সুবিধা দেবে। প্রি-ইনস্টলের সময় উইন্ডোজ ১১ তে এ রকম কিছু অ্যাপ সরবরাহ করে থাকে। ভবিষ্যতে আরো অ্যাপ আনইনস্টল করার সুবিধা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট।

প্রি-ইনস্টলড হিসেবে যেসব অ্যাপ দেয়া হয় সেগুলো খুব একটা জায়গা দখল করে না। অনেকের মতে, এগুলো আনইনস্টল করলে খুব বেশি জায়গা খালি হবে না। তবে ডেস্কটপ থেকে অ্যাপের আধিক্য কমবে।

মার্চ থেকে উইন্ডোজ ১১-এর টেস্ট ভার্সনে ক্যামেরা অ্যাপ আনইনস্টলের অপশন চলমান। চলতি মাসের শুরুতে টেস্ট ভার্সনে করটানা আনইনস্টলের সুবিধা যুক্ত করা হয়। তবে যারা উইন্ডোজের ইনসাইডার বিল্ড ব্যবহার করছে তাদের বিল্ট-ইন সফটওয়্যার আনইনস্টলের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল