• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

এবার হোয়াটসঅ্যাপে বানিয়ে ফেলুন এআই স্টিকার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩  

এবার আরো স্মার্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ। মেসেজিং অ্যাপটিতেই তৈরি করা যাবে এআই স্টিকার। প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি দেখা যাবে হোয়াটসঅ্যাপে। শুধু তাই নয়, এবার এই প্ল্যাটফর্ম থেকে আপনি পাঠাতে পারবেন এইচডি কোয়ালিটির ছবিও!
সময়ের সঙ্গে প্রতিনিয়ত নিজেকে বদলে ফেলছে হোয়াটসঅ্যাপ। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। আর নিজেকে আপগ্রেড করে নিয়েই বাকি মেসেজিং অ্যাপগুলিকে পিছনে ফেলে দিচ্ছে মেটার অন্তর্গত এই অ্যাপ। এবার আরও বড় চমক দিল তারা। এই নিজের ইচ্ছে মতো এআই স্টিকার বানিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। আপাতত বিটা ভার্সানে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে। তবে শোনা যাচ্ছে, শিগগিরই অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

কীভাবে তৈরি করা যাবে এআই স্টিকার, চলুন জেনে নেয়া যাক-

হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো চ্যাট বক্সে ঢুকে পড়ুন।
এবার স্টিকার উইনডো থেকে পছন্দ মতো স্মাইলি আইকনটি বেছে নিন।
এআই স্টিকার ফিচারটি চালু হয়ে গেলেই ‘‘generate your own AI sticker’’ ট্যাবে ক্লিক করুন।
এবার ক্রিয়েট অপশনটি বেছে নিয়ে যেমন স্টিকার বানাতে চান, তা লিখে ফেলুন।
আপনার বর্ণনা অনুযায়ী আপনাকে অপশন দেওয়া হবে, তার থেকেই এআই স্টিকারটি তৈরি করে ফেলতে পারবেন।
এর পাশাপাশি এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাই-কোয়ালিটির ছবিও পাঠাতে পারবেন। বৃহস্পতিবার থেকেই অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু হয়েছে। কোনো ছবি সিলেক্ট করে পাঠানোর আগে আপনার স্ক্রিনে এইচডি অপশনটি ভেসে উঠবে। সেটিতে ক্লিক করলে হাই কোয়ালিটি ছবি পাঠিয়ে দিতে পারবেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল