• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আইফোন ১৫ প্রো ম্যাক্স হবে আরো ব্যয়বহুল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ জুলাই ২০২৩  

অ্যাপল প্রতিবছর তার নতুন প্রজন্মের আইফোনগুলোতে এমন কিছু প্রযুক্তি নিয়ে আসে; যা পরবর্তীতে স্মার্টফোনের জগতে নতুন ধারার প্রবর্তন করে। প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর চেয়ে বহুগুণ দামি, যা আবার প্রতি সিরিজে লাফিয়ে লাফিয়ে বাড়ে। তবে এবার আইফোন ১৫ প্রো ম্যাক্সে ক্রয়ে খরচ আরো বাড়বে।
হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক জেফ পু দাম বাড়ার বিষয়ে জানিয়েছেন। তার মতে, বর্তমানে আইফোন ১৪ প্রো ম্যাক্সের প্রাথমিক মূল্য ১ হাজার ৯৯ ডলার। সামনে নতুন সিরিজের যে প্রো মডেল আসবে সেটির দাম এর তুলনায় আরো বাড়বে।

খাতসংশ্লিষ্ট অভ্যন্তরীণ সূত্রের তথ্যানুযায়ী, আইফোন ১৫ প্রো ম্যাক্সের বর্ধিত বিভিন্ন ফিচারের কারণে হয়তো দাম বাড়তে পারে। ডিভাইসটিতে অ্যাপল পেরিস্কোপ লেন্স যুক্ত করতে পারে, যা আইফোন ১৪ প্রো ম্যাক্সে থাকা তিন গুণ জুম সক্ষমতার তুলনায় বেশি।

বাজারের একই ক্যাটাগরির ফোনের মধ্যে আইফোনের দাম থাকে অন্যদের থেকে কয়েকগুণ বেশি। তারপরও সবচেয়ে উত্তম স্মার্টফোন হিসেবে আইফোনের চাহিদাই থাকে সর্বোচ্চ। 

ফোর্বসের তথ্যমতে, ১৫ সিরিজের প্রো মডেলের আইফোনগুলোর ভিত্তি মূল্য আগের ফোনগুলোর থেকে ২০০ ডলার বেড়ে হতে পারে ১ হাজার ৩০০ ডলার। অথচ ২০০ ডলারেই এই ফোনের কাছাকাছি সুবিধাসহ বেশ কিছু স্মার্টফোন বাজারে পাওয়া যাবে। তবুও আইফোন বিক্রি থাকে শীর্ষের দিকে।

আইফোনের অন্যতম মূল আকর্ষণ এর ক্যামেরা ফিচারে অন্তর্নিহিত থাকে। বাজারের প্রায় সবার শেষে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফিচার যুক্ত হয়েছিল আইফোন ১৪ সিরিজের প্রিমিয়াম মডেলগুলোতে। তবে এবার কী চমক থাকছে, তা জানতে বেশ অপেক্ষা করতে হবে!

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল