• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইন্টারনেট কি, তা জানে না অধিকাংশ পাকিস্তানিই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

ইন্টারনেট কি, তা জানে না অধিকাংশ পাকিস্তানিই

ইন্টারনেট কি, তা জানে না অধিকাংশ পাকিস্তানিই

ইন্টারনেট ছাড়া এখনকার দিন ভাবাই যায় না। সেই যুগে এসে ইন্টারনেট কি? এটাই জানে না কথাটা শুনলে একটু খানি থামতে হয়। তবে এটা যে শুধু ভাবা হচ্ছে তা না। বাস্তবেও ইন্টারনেট কী? পাকিস্তানের ১৫ থেকে ৬৫ বছর বয়সীদের মাঝে ৬৯ শতাংশই নাকি জানেন না।

সোমবার সংবাদমাধ্যম ‘ডন’ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ভিত্তিক জরিপের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে শীর্ষস্থানীয় এই সংবাদমাধ্যমটি।

গত বছরের অক্টোবর ও ডিসেম্বর মাসে শ্রীলঙ্কা ভিত্তিক একটি থিংক-ট্যাংক ‘লিনরেএশিয়া’ জরিপটি পরিচালনা করে। দেশটির দুই হাজার বসতবাড়ির ১৫ থেকে ৬৫ বছর বয়স্করা এই জরিপে অংশগ্রহণ করে।

জরিপ অনুসারে, পাকিস্তানের ১৫ থেকে ৬৫ বছর বয়স্কদের ৩০ শতাংশ ইন্টারনেট সম্পর্কে সচেতন। তাদের কাছে জানতে চাওয়া হয় যে তারা ইন্টারনেট সম্পর্কে না জেনেই তা ব্যবহার করছে কিনা।

জরিপ প্রতিবেদনে লিনরেএশিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেলানি গালপায়া বলেন, পাকিস্তানের ৫৩ শতাংশ মানুষের ইন্টানেট ব্যবহার করার মতো ফোন নেই। স্মার্ট ফোন আছে ২২ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ফিচার ফোন আছে ২৫ শতাংশ পাকিস্তানির।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল