• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পিতা ছাড়াই হজরত ইসা (আ.) এর জন্ম যেভাবে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩  

পিতা ছাড়াই হজরত ইসা (আ.) এর জন্ম হয়েছিল। জন্মের পূর্বে মারিয়াম (আ.)-কে ফেরেশতা জিব্রাইল (আ.) এসে আল্লাহর রাব্বুল আলামিন এর পক্ষ থেকে ঈসা (আ.) এর জন্মের সুসংবাদ প্রদান করেন।
ঈসা (আ.) এর জন্মের সুসংবাদ পেয়ে মারিয়াম (আ.) বললেন-  قَالَتۡ رَبِّ اَنّٰی یَکُوۡنُ لِیۡ وَلَدٌ وَّ لَمۡ یَمۡسَسۡنِیۡ بَشَرٌ ؕ قَالَ کَذٰلِکِ اللّٰهُ یَخۡلُقُ مَا یَشَآءُ ؕ اِذَا قَضٰۤی اَمۡرًا فَاِنَّمَا یَقُوۡلُ لَهٗ کُنۡ فَیَکُوۡنُ

আরবি উচ্চরণ: ‘কা-লাত রাব্বি আন্না-ইয়াকূনু লী ওয়ালাদদুওঁ ওয়া লাম ইয়ামসাসনী বাশারুন কা-লা কাযা-লিকিল্লা-হু ইয়াখলুকুমা-ইয়াশা-উ ইযা-কাদা-আমরান ফাইন্নামা-ইয়াকূলু লাহু কুন ফাইয়াকূন’।

বাংলা অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, কীভাবে আমার সন্তান হবে’? তিনি বললেন, ‘এভাবেই। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, ‘হও’ আর তখনই তা হয়ে যায’। (সূরা: আলে ইমরান, আয়াত: ৪৭)

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল