• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দৃষ্টিআকর্ষন,দৃষ্টি আকর্ষন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

আমাদেন টাঙ্গাইল শহরকে বলা হয় শিক্ষার নগরী। আমি একজন স্টুডেন্ট।আমার মত হাজারো স্টুডেন্ট প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে শহরের দিকে আসে। আগে হাইওয়েতে সিএন জি থাকার কারনে কোন চাপ চিল না। যাত্রীরা খুব সহজেই শহরে পৌঁছাতে পারত।


কিন্তু বর্তমানে সি এন জি না থাকার কারনে বাসে করে যাতায়াত করতে হয়। আর আমাদের মত ছাত্র/ছাত্রীদের পড়তে হয় নানা রকম সমস্যায়। সরকারি আইন মোতাবেক স্টুডেন্ট ভাড়ার ব্যাবস্থা থাকলেও ওনারা স্টুডেন্ট ভাড়া নিচ্ছেন না। কোন স্টুডেন্ট যদি স্টুডেন্ট ভাড়া দিতে যায় তাহলে বাসের কন্ট্রাকটরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। নানা রকম বাঝে ব্যাবহার ও করে। পারলে শরীরে হাত দেওয়ার উপক্রম। বাস যদি সিটিং থাকত, সিট ব্যাতিত কোন যাত্রী না তুলতো তাহলে কথা ছিল। কিন্তু তারা এমন ভাবে যাত্রা উঠায় যেখানে দাঁড়িয়ে থাকার মত কোন ব্যাবস্থা থাকে না। ছাত্র/মহিলা দের কেউ প্রতিনিয়ত  দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এমন ভাবে যাত্রী রাখা হয়, যখন ভাড়া নেয়ার জন্য আসে তখন গাঁ এর সাথে গাঁ লেগে যায়। এমন টা হলে মহিলারা কি ধরনের অসস্থির মধ্যে পড়ে একটু ভাবুন তো। মা বোন তে সবারি আছে।


তাই সবার দৃস্টি আকর্ষন করছি যাতে করে বাসে স্টুডেন্টদের হাফ ভাড়া নেওয়া ও যাত্রীদের প্রতি ভালো আচরন করার জন্য সবাই একতাবদ্ধ হই। এবং রিক্স নিয়ে ও অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালানো বন্ধ করার জন্য মাননীয় প্রশাসনের দৃস্টি আকর্ষন করছি। দয়া করে বিষটি দেখবেন।


মোহাম্মদ সুজন
টাংগাইল

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল