• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কয়েক মিনিটের টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ২০ ঘরবাড়ি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কয়েক মিনিটের টর্নেডোর আঘাতে অন্তত ২০টি বাড়ি-ঘর লন্ডভন্ড হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের শ্যামপুর ও আনন্দপুর গ্রামের পাশ দিয়ে টর্নেডো সৃষ্টি হয়। এ সময় তিতাস নদীতে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। মুহূর্তে জলোচ্ছ্বাসটি তিতাস নদীর তীরবর্তী সরাইল উপজেলার শাহবাজপুরে আঘাত হানে। এতে অন্তত ১৫ থেকে ২০টি বাড়ির টিনের চালা উড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু পরিবার। বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে ক্ষতিগ্রস্তরা।

এ ব্যাপারে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে তিতাস নদীতে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। মুহূর্তে ঝড়টি লোকালয়ে আঘাত আনে। এতে কোনো কিছু বুঝে উঠার আগেই লন্ডভন্ড হয়ে যায় শাহবাজপুর তিতাস পাড়ের অন্তত ১৫ থেকে ২০টি ঘরবাড়ি। এতে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ঘরের বাসিন্দারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সরাইলের ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের তালিকা আমরা পেয়েছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ৩০ কেজি করে চাল এবং ঢেউটিন দেওয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল