• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক খানাখন্দে ভরপুর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

জামালপুরের দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি -ডাংধরা সড়কের ঝালরচর থেকে ডাংধরা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক দীর্ঘ দিন ধরে খানাখন্দে ভরপুর। মাঝে মধ্যে কিছু অংশ সংস্কার করা হলেও সড়কটির অসংখ্য জায়গা গর্তেও সৃষ্টি হয়েছে। এ দিকে সড়কটি প্রয়োজনের তুলনায় অত্যধিক অপ্রশস্ত হওয়ার ফলে চারটি ইউনিয়নসহ উত্তরাঞ্চলের রৌমারী, রাজিবপুর উপজেলার কয়েক লক্ষ মানুষ দৈনন্দিন যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। দীর্ঘদিন ধরে সড়কটি খনাখন্দে ভরপুর হয়ে চলাচলে অযোগ্য হলেও মেরামতের উদ্ধ্যোগ নেই। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) ও জেলা সড়ক ও জনপথ অফিসসূত্রে জানাযায়, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি হয়ে ডাংধরা সড়কটি দুইভাগে বিভক্ত। দেওয়ানগঞ্জ সদর থেকে তারাটিয়া বাজার পর্যন্ত ২১ কিলোমিটার সড়ক এলডিইডি আওতাধীন এবং তারাটিয়া বাজার থেকে সানন্দবাড়ি হয়ে ডাংধরা পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন রয়েছে। ইতো মধ্যে এলজিইডির অর্থায়নে দেওয়ানগঞ্জ সদর থেকে ঝালরচর বাজার পর্যন্ত ১০.৬ কলোমিটার সড়কের প্রশস্ত করণসহ সংস্কার কাজ প্রায় শেষের পথে রয়েছে। কিন্তু ঝালরচর থেকে তারাটিয়া পর্যন্ত ১০.৪ কিলোমিটার এলজিইডি সড়ক যেমন খানাখন্দে ভরা ঠিক তেমনি তারাটিয়া বাজার থেকে সানন্দবাড়ি হয়ে ডাংধরা পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন রয়েছে,যা বিশাল বিশাল গর্তে ভরপুর। এ বিষয়ে কাঠারবিল সাপমারী গ্রামের নজরুল ইসলাম, তারাটিয়া বাজার এলাকার বাসিন্দা বাদল মিয়া, সানন্দবাড়ি বাজারের মুদি দোকানি, মুহসিন মিয়া বলেন, উত্তরাঞ্চলের কয়েক লক্ষ মানুষ দেওয়ানগঞ্জ হয়ে জামালপুর, ময়মনসিংহ তথা ঢাকা রাজধানীতে সড়ক পথে এসে তারা দেওয়ানগঞ্জ রেল ষ্ট্রেশন থেকে ট্রেনে যাতায়াত করে থাকেন। দেওয়ানগঞ্জ, রাজিবপুর, রৌমারী ৩টি উপজেলার প্রায় ৮লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র সড়কে প্রতিনিয়ত যানবাহন উল্টে দূর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া কৃষকদের উৎপাদিত ফসল এমনকি রোগিদের যাতায়াত চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। ফলে দিনের পর দিন যাতায়াতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এলাকাবাসির। দ্রুত সড়কটি প্রশস্ত করণ করাসহ সংস্কারের জন্য দায়িত্বশীল ব্যক্তিসহ সরকারের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগি এলাকাবাসি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী(এলজিইডি)র মো. তোফায়েল আহমেদ জানান, দেওয়ানগঞ্জ সদর থেকে ঝালরচর বাজার পর্যন্ত ২১ কিলোমিটার সড়ক এলডিইডির। তারমধ্যে দেওয়ানগঞ্জ সদর থেকে ঝালরচর পর্যন্ত ১০.৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণকরাসহ সংস্কারের কাজ প্রায় শেষের পথে রয়েছে। অবশিষ্ট ঝালরচর থেকে তারাটিয়া বাজার পর্যন্ত ১০.৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের জন্যে ইতোমধ্যে “ফ্লাডরিকন্সট্রাকশন ইমার্জেন্সি এসিটেন্টস প্রজেক্ট (এফআরইএপি) পাঠানো হয়েছে। প্রজেক্টটি অনুমোদন পেলে সড়কটির অবশিষ্ট অংশ প্রশস্তকরণ করাসহ সংস্কার করা হবে বলে জানান। এ ব্যাপারে জামালপুর জসক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশীর মোবাইল ফোনে একাধীকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল