• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেওয়ানগঞ্জে বন্যার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ জুন ২০২৩  

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রধান নদনদী ব্রক্ষপুত্র ও যমুনা সহ শাখা নদী জিনজিরাম, বৈরাল মারী, মহারানী সহ সব নদীতে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বর্ষন হয়েছে। উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও প্রবল বর্ষনে নেমে আসা পানিতে সয়লাব হচ্ছে নদ-নদী। গত তিনদিন ধরে নদ নদীতে পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নদীপাড় ও নিচু এলাকায় জমা জমিতে আবাদ করা ফসল পাট, কাউন, চিনাসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি পরিমাপক মোঃ আঃ মান্নান নয়া দিগন্তকে জানান, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বুধবার পর্যন্ত বিপদ সীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহারুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে। বন্যায় যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। আশ্রয় কেন্দ্র ও ত্রাণ সাহায্য প্রদানে কোন অসুবিধা হবে না । তারা পানি বৃদ্ধি ও নদ নদীতে ভাঙ্গনের বিষয়ে অবগত আছেন বলে জানান। চিকাজানী ইউনিয়নের কৃষক ছামিউল হক ও ছাকিরুল হক জানান, সেখানকার একটি স্লুইস গেটের কাজ সম্পুর্ন না হওয়ায় সেখান দিয়ে বন্যার পানি ঢুকে পড়ায় প্রায় ২০ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পৌরসভার ২ নং ওয়ার্ড চুনিয়াপাড়া গুলুঘাট এলাকায় এবং উপজেলা পরিষদের আশেপাশে বন্যার পানি ঢুকে পড়েছে। উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বকুল মিয়া জানান, গত ১৯ জুন তারাটিয়া মোয়ামারী গ্রামের ব্যবসায়ী মিষ্টার মিয়ার তিন বছরের শিশু পুত্র জীবন মিয়া পানিতে পড়ে মারা গেছে। দাফন হয়েছে পারিবারিক কবরস্থানে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বন্যার পানি প্রবেশ ও নদ নদীতে ভাঙ্গনের খবর পাওয়া যাচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল