• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পল্টনে সংঘর্ষে পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

পল্টনে সংঘর্ষে পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য

পল্টনে সংঘর্ষে পুলিশ-বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংর্ঘষের ঘটনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। পুড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি গাড়ি। বিএনপি নেতাকর্মীরা এখনো ওই এলাকায় অবস্থান নিয়ে বিচ্ছিন্ন মিছিল করছেন। বন্ধ রয়েছে ওই এলাকার যান চলাচল।

বুধবার দুপুর দেড়টায় ঘটনার পর একে অপরকে দোষ দিচ্ছে বিএনপি ও পুলিশ।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, বিনা উসকানিতে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। তিনি বলেন, পুলিশ শুধু তাদের রাস্তা থেকে সরে যেতে বলেছিল, যেন যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু তারা সে কথা না শুনে হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। পরে তারা পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয়। কয়েকজন সদস্যও আহত হন। এখন পর্যন্ত পুলিশ ধৈর্য-সহকারে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

পল্টন থানার ওসি মাহমুদ হোসেন জানান, বিএনপি কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীরা বিশৃঙ্খলভাবে অবস্থান করছিল। পুলিশ তাদের সুশৃঙ্খলভাবে থাকতে অনুরোধ করে। কিন্তু বিনা উসকানিতে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুলিশের পিকআপ ভ্যানে দেয়া আগুন নেভানোর কাজ করে।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিনা উসকানিতে মনোনয়ন ফরম নিতে আসা নেতাকর্মীদের ওপর সরকার পরিকল্পিত হামলা চালিয়েছে। তিনি বলেন, সরকারের ইশারায় নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালিয়েছে। আমরা এর নিন্দা জানেই।

যুবদল গিয়াস উদ্দিন মামুন দাবি করেন, মিজানুর রহমান ও ফিরোজা বেগম নামে এক নারী গুলিতে রক্তাক্ত হন। এছাড়া আরো ১০ নেতাকর্মী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় শোডাউন করা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তা না করতে সতর্ক করে নির্বাচন কমিশন। ইসির আদেশে বলা হয়, তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র গ্রহণ বা জমা দেয়ার সময় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনসহকারে মিছিল ও শোডাউন করা হচ্ছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০০৮-এর ৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল