• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সময় বাড়ল, জোটবদ্ধ নির্বাচনের তথ্য জানানোর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

সময় বাড়ল, জোটবদ্ধ নির্বাচনের তথ্য জানানোর

সময় বাড়ল, জোটবদ্ধ নির্বাচনের তথ্য জানানোর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করায় রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের তথ্য জানানোর সময় বাড়ল। আগামী ১৫ নভেম্বরে মধ্যে এ তথ্য ইসিতে জানাতে হবে। সোমবার রাতেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে সময় বাড়ানো বিষয়ে চিঠি চলে যাবে।আজ  ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এ তথ্য ইসিকে জানাতে হবে।

ইসি সূত্রে জানা যায়, গতকাল ১১ নভেম্বর রোববার জোটবদ্ধ নির্বাচন করলে সে তথ্য জানানোর শেষ দিন ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের দাবির প্রেক্ষিতে ভোট গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এ কারণে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের তথ্য জানানোর সময়ও বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর গত রোববার (১১ নভেম্বর) ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি তফসিল আরো এক মাস পিছিয়ে নেওয়ার দাবি জানায়। যার প্রেক্ষিতে, ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল