• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সরকারের নজরদারিতে রয়েছে দুর্নীতিবাজরা: ওবায়দুল কাদের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া যেই দুর্নীতি করুক, সেটা সরকারের নজরে আছে। সরকার সে আলোকে ব্যবস্থা নেবে।

 

গতকাল শনিবার দুপরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ইতিহাসে কোনো দেশের দলীয় সরকার নিজ দলের বিরুদ্ধে এ ধরনের শুদ্ধি অভিযান পরিচালনা করেছে বলে জানা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলের লোকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে বিরল। তিনি প্রমাণ করেছেন অপরাধ করলে নিজ দলেরও ছাড় নয়। এরই মধ্যে দুদক আওয়ামী লীগের অনেক এমপি’র বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে। 

 

বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কানাডার আদালত রায় দিয়েছে, বিএনপি একটা সন্ত্রাসী দল, তাদের নেতা বিদেশে রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারে না। বিএনপি নিজেদের দলের কোনো লোকের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আর বিএনপির আমলে দৃশ্যমান কোনো উন্নয়নও হয়নি। 

 

কাদের বলেন, খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তার অসুস্থতার যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারভেশন তেমন নয়। তারা খালেদার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। দু’ বছর হয়ে গেল কারাগারে রয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। কিন্তু তার মুক্তির জন্য চোখে পড়ার মত কোনো আন্দোলন করতে পারেনি। 

 

নুসরাত হত্যার রায় সম্পর্কে মন্ত্রী বলেন, মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার রায় প্রমাণ করে স্বাধীন বিচার ব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করে না। আওয়ামী লীগের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলার ব্যাপারে কঠোর অবস্থানে ছিলেন। এ মামলায় ১৬ জনের সবার ফাঁসির রায় হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের স্থানীয় এক সভাপতিও ছিলেন তাকে চার্জশীট থেকে বাদ দেয়া হয়নি। সেও ফাঁসির রায় পেয়েছে। এ থেকে প্রমাণ হয় অপরাধী যেই হোক তার নিস্তার নেই।

 

জয়নাল হাজারীর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার আলোচনার ব্যাপারে সাধারণ সম্পাদক বলেন, সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে পারছি না, সভাপতি নির্দেশ দিলে সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত চিঠি যাওয়ার কথা। কিন্তু আমি কোনো চিঠি দেয়নি।

 

রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, তাদের চলে যেতে হবে, ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়ছে। চায়না ও ভারত থেকে চাপ আসছে। সব দিক থেকে মিয়ানমার সরকার চাপে রয়েছে।

 

এ সময় অন্যান্যের আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল