• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

কালিহাতীতে পা‌নি‌তে ডুবে ২শিশু ও বিদ্যুৎস্পৃষ্টে ১বৃদ্ধের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩  

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশু ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে।  শ‌নিবার (২ সে‌প্টেম্বর) সকা‌লে উপ‌জেলার দেউপুর ম‌ধ্যপাড়া ও দেউপুর পশ্চিম পাড়া এলাকায় পৃথক এই ঘটনা দুটো ঘ‌টে।
নিহত শিশুরা হ‌লেন, উপ‌জেলার কুরুয়া এলাকার মা‌নি‌ক মিয়ার মে‌য়ে জান্না‌তি (১১) ও উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউনিয়‌নের কাজিপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মে‌য়ে সা‌দিয়া আক্তার জিম (৮)। সম্প‌র্কে তারা খালা ভা‌গ্নি।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়া ওই ব্যক্তি উপজেলার দেউপুর পশ্চিমপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৬০)।
‌নিহত শিশু সা‌দিয়ার মামা জাকা‌রিয়া ব‌লেন, সকা‌লে ৩ শিশু বা‌ড়ির পা‌শেই খেলাধুলা করা শে‌ষে গোসল করার জন‌্য বাড়ির পাশের ডোবায় নেমে জান্না‌তি ও সা‌দিয়া তলিয়ে যায়। এসময় অপর আরেক শিশু বাড়িতে গিয়ে খবর দেয়। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় তাদের উদ্ধার ক‌রে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করে।
ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. ম‌নিরুল ইসলাম রুপক বলেন, দুই শিশু‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হ‌য়েছিল।
ভুঞাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) কামরুল হো‌সেন ব‌লেন, দুই শিশুর মর‌দেহ হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।
কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মনির জানান, পানিতে ডুবে ২ শিশু ও বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যুর খবর শুনেছি। দুটি ঘটনার বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল