• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে একদিনে আরো ৫০ জনের ডেঙ্গু শনাক্ত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

টাঙ্গাইলে গেল একদিনে নতুন করে আরো ৫০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৮০১ জনে দাঁড়িয়েছে।
শনিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় নয়জন, নাগরপুর উপজেলায় ছয়জন, মির্জাপুর উপজেলায় ২২ জন, মধুপুর উপজেলায় পাঁচজন, গোপালপুর উপজেলায় চারজন আর ধনবাড়ী উপজেলা রয়েছেন চারজন।

তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৩ জন রোগী। এ পর্যন্ত মৃত্যুবরণ করছেন পাঁচজন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল