• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে একদিনে ৪৭ জনের ডেঙ্গু শনাক্ত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩  

টাঙ্গাইলে দিনদিন ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। জেলায় প্রতিদিন বাড়ছে শনাক্তের সংখ্যা। গেল একদিনে জেলায় নতুন করে ৪৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৬৭২ জন।
বুধবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একদিনে জেলায় নতুন করে ৪৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৫ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, মির্জাপুর উপজেলায় ১১ জন, সখীপুর উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ৩ জন, গোপালপুর উপজেলায় ৩ জন আর ধনবাড়ী উপজেলা রয়েছেন ৯ জন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৬৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৫৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪০ জন রোগী। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫ জন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল