• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের প্রবীণ চিকিৎসক এইচ আর খান আর নেই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

টাঙ্গাইলের প্রবীণ চিকিৎসক হারুন অর রশিদ খান (এইচ আর খান) বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে (অস্ট্রেলিয়ার সময় বেলা একটা) অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাশ হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি প্রায় দেড় বছর যাবৎ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এইচ আর খান বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখা, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাকটিশনার্স এসোসিয়েশন জেলা শাখা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) জেলা শাখা ও বাংলাদেশ জাতীয় যহ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার সাবেক সভাপতিসহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়ার সময় সকাল দশটায় মেলবোর্নের ড্যানডেনঙের আলবেনিয়া মসজিদ প্রাঙ্গনে হারুন অর রশিদ খানের জানাজার নামাজ হবে। পরে সেখানকার বুনুরঙ মেমোরিয়াল পার্ক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল