• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে ফ্রি চিকিৎসা পেল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩  

টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২ আগস্ট) দিনব্যাপী শহরের আকুর-টাকুর পাড়া অবস্থিত ধলেশ্বরী হাসপাতালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের জেলা শাখার উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের  আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বিভাগের সাতজন ডাক্তার পাঁচ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাদল, সেক্রেটারী অ্যাডভোকেট লায়ন মনছুর আহমেদ বিপন প্রমুখ।

ফ্রি চিকিৎসা পেয়ে খুশি তানিয়া বেগম। তিনি বলেন, আমি বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে অনেক খুশি। ক্লিনিকে দেখালে ৫০০-৬০০ টাকা ভিজিট নিতো কিন্তু এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরেছি। আশা করি কতৃপক্ষ যেন এরকম আয়োজন মাঝে মাঝে করে।

সার্বিক তত্ত্ববধানে ছিলেন টাঙ্গাইল ধলেশ্বরী হাসপাতালে ডিরেক্টর ব্যারিষ্টার হাসনাত জামিল। তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের লক্ষে আমরা মানবাধিকারের পক্ষ থেকে আজ ফ্রি মেডিকেলের আয়োজন করেছি। যাতে করে অসহায় মানুষ সেবা পায় বিনামূল্যে সে কারণে আমরা কাজ করছি। এ ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।

মঙ্গলবার দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের প্রতিদিন সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল