• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে গাজা ব্যবসায়ীকে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

টাঙ্গাইলে মো. জালাল উদ্দিন (৫৮) নামে গাজা ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
জালাল উদ্দিন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাঠুয়া যুগনী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, জালাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের জন্য রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক বাদল কুমার চন্দ আগামী সোমবার শুনানীর দিন ধার্য করেছে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টাঙ্গাইল সদর থানার এস আই সোহেল মিয়া জানান, শুক্রবার বিকেলে জালাল উদ্দিনকে চার কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল