• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে স্থাপতি বঙ্গবন্ধুর মোড়ালে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দেখানে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত করে দোয়া ও মোনাজাত করা হয়।
অপর দিকে সকাল ৯ টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌর উদ্যানের মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, টাঙ্গাইল প্রেসক্লাব, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও পৌর উদ্যানে সাধারণ মানুষের ঢল নামে। পরে পৌর উদ্যানসহ বিভিন্ন জায়গায় গণভোজের আয়োজন করা হবে।
অপরদিকে মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথেই বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল