• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে বিএনপি জামায়াত বিরোধী বিক্ষোভ সমাবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩  

দেলদুয়ারে বিএনপি জামায়াত বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী এ বিক্ষোভ সমাবেশে অনুপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু

বিক্ষোভ সমাবেশে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি জামায়াতের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুরাতন উপজেলা পরিষদ প্রাঙ্গনে রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ।

বিক্ষোভ সমাবেশে উপজেলা আ’লীগের সহ-সভাপতি বজলুর রশিদ পটলুর সভাপতিত্বে, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন মোরশেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ‍্যাড. তারানা হালিম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আ’লীগের সহ-সভাপতি তারেক শামস্ খান হিমু। বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ-সভাপতি কাজী আনিসুর রহমান বুলবুল। ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ, পরিচালক বঙ্গবন্ধু স্যাটেলাইট লিমিটেড। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম সিদ্দিকী (মঈন সিদ্দিকী)। দেলদুয়ার উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ লায়ন এম শিবলী সাদিক।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি জামায়া তের  সারা দেশব্যাপী হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদের নানা কর্মকাণ্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এ‍্যাড. তারানা হালিম বলেন- জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশনা এমপির বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরাও বলতে চাই না। নৌকা প্রতীক যিনি পাবেন, তাকেই ভোট দেবেন। কিন্তু যে অদৃশ্য ব্যক্তিটির হাতে নৌকা তুলে দেবেন সেই অদৃশ্য ব্যক্তিটিকে বলি, একটু জনবান্ধব হতে হবে, গণবান্ধব হতে হবে, কর্মীবান্ধব হতে হবে। আপনার নিজের দলের নৌকা মার্কার বিরুদ্ধে অন্য দলের প্রার্থীকে বিজয়ী করার মত এমন ধৃষ্টতা দেখাবেন না। এটা আওয়ামী লীগের নীতি নয়।

এ বিক্ষোভ সমাবেশে দেলদুয়ার ও নাগরপুর উপজেলা ও ইউনিয়ন আ’লীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল