• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

এক মোটরসাইকেল ৩ জন, বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩  

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পথে কালিহাতীতে বাসের ধাক্কায় মো. নাঈম শিকদার (১৮) নামে এক মোটরসাইকেল এক আরোহী কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সাথে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চর ভাবলা এলাকার ৪ নম্বর বিজ্রের কাছে এ ঘটনা ঘটে।

নাঈম টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল ব্যারাডোভা গ্রামের করিমের ছেলে। সে টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আহতরা হলেন- মো. সাগর (১৭) ও বিপ্লবকে (১৮)। তারাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে একসঙ্গে ৩ জন আরোহী বঙ্গবন্ধু সেতু দেখতে যাচ্ছিল। পথিমধ্যে তারা চর ভাবলা ৪ নং বিজ্রের কাছে পৌঁছলে উত্তরবঙ্গ থেকে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয় তার অপর দুই বন্ধু। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে কলেজছাত্র নাঈমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল