• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে মৃত্যুবার্ষিকীর দাওয়াতে যাওয়ার পথে লাশ হলেন বৃদ্ধা নারী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

স্বামীর সঙ্গে আত্মীয়’র মৃত্যুবার্ষিকীর দাওয়াত খেতে যাওযার পথে টাঙ্গাইলের মধুপুরে ওষুধ কোম্পানির কভার্ডভ্যান চাপায় রহিমা বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রহিমা উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামের আজাহার আলীর স্ত্রী।

সোমবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ ও জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ ঘটনা ঘটে। মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, রহিমা তার স্বামী আজাহার আলীর সাথে মোটরসাইকেলযোগে গোপালপুরে এক আত্মীয়’র মৃত্যুবার্ষিকীর দাওয়াতে অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মধুপুরের মুক্তিযোদ্ধা ভবনের কাছাকাছি পৌঁছলে পেছন দিক থেকে অপর একটি মোটসাইকেল তাদের ধাক্কা দেয়।


এসময় রহিমা তার মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। সেসময় জেন্ট্রি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনিসহ তার স্বামী গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


এরপর তাদের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্মরত চিকিৎসকরা। হাসপাতালে নেওয়ার পথে রহিমা বেগমের মৃত্যু হয়।


এ বিষয়ে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রহিমার মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার স্বামী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া ওষুধ কোম্পানির কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল