• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে বিনামূল্যে কৃষকদের মাঝে জৈব সার ও বীজ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ জুলাই ২০২৩  

"কৃষক বাঁচবে,বাঁচবে দেশ,স্বয়ং সম্পুর্ন হবে স্মার্ট বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বিনামূল্যে কৃষকদের মাঝে জৈব সার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। 

শনিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বীরসিংহ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জৈব সার ও সবজির বীজ বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক  মোঃ লোকমান হোসেন।    

উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল মাস্টার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুছ সবুর তালুকদার। বীরসিংহ আর্দশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাবুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা জৈব সারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সানোয়ার হোসেন শরীফ,উপ-সহকারী কৃষি অফিসার মীর সোলাইমান, লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের  মহিলা মেম্বার  ইউপি খালেদা পারভীন প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন তাবিব হোসেন তালুকদার। এসময় ৮শতাধিক কৃষক কৃষাণীদের  মাঝে বিনামূল্যে জৈব সার ও সবজি বীজ বিতরণ করেন। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল