• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সাব্বির ভর্তির সুযোগ পেল বুয়েটে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ জুন ২০২৩  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মেধাবী সাব্বির হাসান জয়। মেডিকেলের ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার পর এবার বুয়েট ভর্তি পরীক্ষার মেধা তালিকায়ও রয়েছে তার নাম।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের পত্রিকার এজেন্ট শাহীনুজ্জামানের ছেলে সাব্বির। মা সাবিনা গৃহিনী। ছোট বেলা থেকেই পড়াশোনায় মনোযোগী সে। সখীপুরের পাহাড় কাঞ্চনপুর বিমানবাহিনী ঘাঁটির বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করে। এরপর ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে পাস করে । পঞ্চম ও অষ্টম শ্রেণিতেও বৃত্তি পেয়েছিল সে।


সোমবার (১৯ জুন) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বুয়েটে ভর্তি পরীক্ষা মেধা তালিকায় সাব্বিরের স্থান ৫৬তম এবং গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ পরীক্ষায় ১৩৩২তম স্থান অধিকার করেছে সে।


এছাড়াও একাধারে সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ১৬৪তম স্থান অর্জন করার পাশাপাশি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ৬৪তম স্থান পেয়েছে।


মেধাবী সাব্বিরের স্বপ্ন, বুয়েটে পড়াশোনা করে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় সে । এ সাফল্যের জন্য মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাব্বির বলেছে, অক্লান্ত পরিশ্রম করে মা-বাবা আমাকে এতদূর এনেছেন। আমি তাদের স্বপ্ন পূরণ করতে চাই।


এদিকে ছেলের সাফল্যে গর্বিত সাব্বিরের বাবা শাহীনুজ্জামান বলেন, আমার ছেলে বুয়েটে পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে এটা তার স্বপ্ন। মেডিকেলের পর বুয়েটেও সুযোগ পেয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আমরা ছেলের পেছনে তেমন খরচ করতে পারিনি। নিজের চেষ্টায় এতদূর এগিয়েছে সে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া।

আমার ছেলের জন্য সকলের কাছে দোয়া চাই।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল